Tuesday, July 22, 2025

‘ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়েছে’

আরও পড়ুন

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর এফটি‑৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানের ফ্রেম পুরোনো হলেও ইঞ্জিন আপডেট করা হয়েছিল বলে জানিয়েছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘এ ঘটনায় পুলিশের মতো গল্প বানানোর সুযোগ নেই। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। একইসঙ্গে সামরিক প্রশিক্ষণে নিরাপত্তা নিয়ে আরও চরম সতর্কতা অবলম্বনের সময় এখনই।’

আরও পড়ুনঃ  চলেই গেলেন ফ্ল্যাইট লেফট্যানেন্ট তৌকির সাগর

এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী, একজন শিক্ষক ও একজন বিমান পাইলট। নিহতদের মধ্যে ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭৮ জন, যাদের অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বার্ন ইউনিটে দুইজন ভেন্টিলেশনে রয়েছেন।

ঘটনার সময় বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে পতিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে স্কুল ও বিমান দু’দিকেই। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করে শিক্ষার্থীরা, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা তৎপরভাবে যুক্ত হন। আহতদের মধ্যে অনেককেই বিমানবাহিনীর হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  সম্পূর্ণ কাপড় খুলে উন্মুক্ত স্ত*ন দেখালেন স্বস্তিকা মুখোপাধ্যায়

বিমানের ইঞ্জিনে ত্রুটি ছিল এমন তথ্য দুর্ঘটনার পরপরই উঠে আসে। মাত্র কয়েক মিনিট আকাশে ওড়ার পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, পাইলট তৌকির ইসলাম বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শেষরক্ষা হয়নি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ