Tuesday, July 22, 2025

‘শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে’

আরও পড়ুন

শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদ্যতাগের দাবিতে উত্তাল সচিবালয় ও রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। কলেজটিতে প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে আছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা। তাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। কলেজের বাইরে ও আশপাশের এলাকায় শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছেন। তারা আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

অন্যদিকে, সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।

আরও পড়ুনঃ  ৯২ জন নি’হ’ত শুধু রাজধানী উত্তরায়-ই

এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আন্দোলন চলাকালীন সময়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে এক যুবককে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে বলে বলতে শোনা যায়। ওই যুবকের গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো সংবলিত টির্শাট রয়েছে। অনেকেই বলছেন, যুবকটি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। তাছাড়া এই ভিডিওটি নিষিদ্ধ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুকে পেজেও শেয়ার করা হয়েছ।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘যদি শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ না করা হয় তাহলে আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। শেখ হাসিনা ভালো ছিল।’

আরও পড়ুনঃ  মাফিয়া বসুন্ধরা গ্রুপ দেশের মানুষের টাকা লু ট করেছে: নাহিদ ইসলাম

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে যদি এ আন্দোলন এবং ছাত্র সমাজের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে কী হলো আমাদের দাবি ও আন্দোলন? আমি জুলাই গণঅভ্যুত্থানে তিনদিন আহত অবস্থায় ছিলাম টিয়ারশেল লেগে। শুধু শিক্ষা উপদেষ্টা না, শিক্ষা সচিব ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরও পদত্যাগ করতে হবে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ