Thursday, July 17, 2025

মাফিয়া বসুন্ধরা গ্রুপ দেশের মানুষের টাকা লু ট করেছে: নাহিদ ইসলাম

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে যে পরিবর্তন হওয়ার কথা ছিল তা হয়নি। মাফিয়া বসুন্ধরা গ্রুপ দেশের মানুষের টাকা লুট করেছে। সেই বসুন্ধরা গ্রুপের বিচার চাই। তিনি সোমবার বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপানে পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই মাফিয়া লুটেরাদের দেশের মানুষ প্রত্যাখান করেছে। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বসুন্ধরা গ্রুপের মিডিয়া দেশের জনগণের বিরুদ্ধে লিখে যাচ্ছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম। পুলিশের গুলির সামনে পিছপা হয়নি। ফ্যাসিবাদের সময় যে ভয় তৈরি হয়েছিল জুলাই প্রজন্ম তা রুখে দিয়েছে। জুলাই পদযাত্রা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা সাহস করে মাঠে থাকুন। নতুন বাংলাদেশ গঠনের লড়াইয়ে সিরাজগঞ্জ বাসী পথ দেখাবে।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: বিএনপির চার নেতা বহিষ্কার, এলাকায় চাঞ্চল্য

তিনি বলেন, অতীতের সরকার সিরাজগঞ্জের তাঁত-বস্ত্র শিল্পকে অবহেলা করেছে। সিরাজগঞ্জের ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। চাঁদাবাজ-সন্ত্রাস মুক্ত সিরাজগঞ্জ গড়ে তুলতে আপনারা এনসিপির উপর আস্থা রাখুন।

নাহিদ ইসলাম আরো বলেন, ৫ আগস্টের আগে প্রশাসন একটি দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছে। এখন জনগণের পেক্ষ নিরপেক্ষভাবে কাজ করুন। আমরা বিচার-সংস্কার-সংবিধান সংস্কারের কথা বলেছি। দেশ পরিচালনার জন্য নতুন সংবিধান প্রয়োজন। সংস্কার করা প্রয়োজন। যাতে দেশ স্বৈরাচারের হাতে চলে না যায়। মুজিববাদী আওয়ামী লীগগ সংবিধান-রাস্ট্র-সমাজকে কলঙ্কিত করেছে। এজন্য নতুন সংবিধান লাগবে। যারা আয়না ঘরে তৈরি করে মানুষ নির্যাতন করেছে, মানুষ হত্যা করেছে, তাদের বিচার করতে হবে।

আরও পড়ুনঃ  চড়া দামে বিক্রি হচ্ছে ছেলেদের পুরুষত্ব, ব্যবসা চলছে রমরমা

সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দিক্ষনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ প্রমুখ। পরে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ