রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এদিকে শিক্ষার্থীদের অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
এদিকে দুই সন্তানকে কোথাও খুঁজে না পেয়ে—মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন এক অভিভাবক। এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি খোলা মাঠে সিজদা দিচ্ছেন ওই অভিভাবক। তবে ওই অভিভাবক ও সন্তানদের নাম-পরিচয় জানা যায়নি
এমন একটি ছবি ফেসবুক শেয়ার করেছেন সুহাইর হাসান লিটন। স্ট্যাটাসে তিনি লেখেন, এক অসহায় পিতা ও প্রভুর দরবারে তাঁর কান্না। দুই সন্তান কোথাও খুঁজে না পেয়ে—একজন বিধ্বস্ত, ভাঙা হৃদয়ের বাবা সেজদায় পড়ে আছেন মহান আল্লাহর দরবারে। তাঁর চোখে এখন শুধুই অশ্রু…। হৃদয়ে শুধুই অপেক্ষা আর নিঃশেষ প্রার্থনা…। কিছুই আর করার নেই তাঁর। শুধু দুহাত তুলে বলছেন—“হে আল্লাহ! আমার সন্তানদের তুমি ফেরাও…। তুমি তো সব জানো, সব দেখো…। তুমি আমার কান্নাও জানো…।
জানা গেছে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও দুর্ঘটনায় দেড়শতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।