Tuesday, July 22, 2025

হাসপাতালের পর হাসপাতাল খোঁজ চলছে, কোথাও নেই রাইসা মনি

আরও পড়ুন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো অনেকেই নিখোঁজ। সোমবার মর্মান্তিক এ ঘটনায় ইতোমধ্যেই ২০ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় রাইসা মনি নামের এক শিশু নিখোঁজ রয়েছে। একের পর এক হাসপাতালে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের হামলায় ৪৫ পুলিশ সদস্য আহত

রাইসা মনি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী। কোড- ২০১০, সেকশন-স্কাই। নিখোঁজ রাইসা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ও একজন ব্যবসায়ী।

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, ‌রাইসা মাইলস্টোনে তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করে। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থান ও হাসপাতালে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ