Thursday, July 17, 2025

ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখলে মাসিক মুনাফা কত? জেনে নিন

আরও পড়ুন

২০২৫ সালের জানুয়ারি থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে যারা ক্যাশ টাকা জমা রেখে নিরাপদ ও শরিয়াহভিত্তিক মুনাফা লাভ করতে আগ্রহী, তাদের জন্য ব্যাংকটি নতুন মুনাফার হার প্রকাশ করেছে। ব্যাংকের হালনাগাদ এই মুনাফার হার বিভিন্ন মেয়াদে ডিপোজিট করা গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।

মেয়াদী মুদারাবা টার্ম ডিপোজিট (এফডিআর) স্কিম:
এটি সাধারণত তিন মাস, ছয় মাস, এক বছর, দুই বছর ও সর্বোচ্চ তিন বছরের জন্য ডিপোজিট করা যায়। ২০২৫ সালের আপডেট অনুযায়ী—

১ মাস মেয়াদে: মুনাফার হার ৬%

১ লক্ষ টাকা জমা রাখলে প্রতি মাসে মুনাফা ৫০০ টাকা
টিআইএন না থাকলে উৎসে কর ১৫% কাটা হবে (৭৫ টাকা), ফলে নিট মুনাফা: ৪২৫ টাকা
৩ মাস মেয়াদে: আনুমানিক মোট মুনাফা: ২,১২৫ টাকা

আরও পড়ুনঃ  হা*মাসের ‘ইতিবাচক’ সাড়া, সোমবার চুক্তির ঘোষণা দিতে পারেন ট্রাম্প

৬ মাস মেয়াদে: আনুমানিক মোট মুনাফা: ৪,৩৭৮ টাকা

১ বছর মেয়াদে: আনুমানিক মোট মুনাফা: ৮,৯২৫ টাকা

দ্রষ্টব্য: মেয়াদ পূর্ণ হওয়ার আগে এফডিআর ভাঙলে কোনো মুনাফা প্রদান করা হবে না।

মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম (MMDS):
এটি একটি মাসিক ভিত্তিতে মুনাফা বিতরণের স্কিম, যার মেয়াদ সর্বনিম্ন ৩ বছর এবং সর্বোচ্চ ৫ বছর।

৩ বছর মেয়াদে:

মুনাফার হার: ১১%
১ লক্ষ টাকা জমা রাখলে প্রতি মাসে মুনাফা: ৳৯১৬
উৎসে কর ১৫% কেটে নেওয়ার পর নিট মুনাফা: ৳৭৭৯
৫ বছর মেয়াদে:

আরও পড়ুনঃ  চেয়ারে শহীদদের মা-বাবা মেঝেতে ৫ উপদেষ্টা, অনন্য নজির স্থাপন

মুনাফার হার: ১২%
প্রতি মাসে মোট মুনাফা: ৳১,০০০
উৎসে কর কেটে নেওয়ার পর নিট মুনাফা: ৳৮৫০
গুরুত্বপূর্ণ: এই স্কিমে নির্ধারিত মেয়াদ পূর্ণ না করলে ব্যাংক প্রফিট এডজাস্টমেন্ট করতে পারে, অর্থাৎ আগের মাসগুলোতে প্রাপ্ত মুনাফা মূল টাকা থেকে কর্তন হতে পারে।

একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ব্যক্তিগত ডিপোজিটের জন্য:

ভোটার আইডি / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জন্ম নিবন্ধন (যেকোনো একটি)
পাসপোর্ট সাইজের ছবি (গ্রাহকের)
নমিনির জন্য:

নমিনির পরিচয়পত্র (উক্ত চারটির যেকোনো একটি)
পাসপোর্ট সাইজ ছবি
জন্ম নিবন্ধন হলে অবশ্যই ডিজিটাল ও সত্যায়িত (চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক)
অতিরিক্ত তথ্য:
ইসলামী ব্যাংক “মুদারাবা” ও “মোশারাকা” ভিত্তিক শরিয়াহ্ সম্মত বিনিয়োগ পরিচালনা করে।

আরও পড়ুনঃ  এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্টের তারিখ প্রকাশ!

ঘোষিত মুনাফার হার সম্ভাব্য (indicative), যা বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে।

অটো-রিনিউ ব্যবস্থা থাকায় মেয়াদ শেষ হলে মুনাফা উত্তোলন না করলে পরবর্তী মেয়াদের জন্য এফডিআর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়।

আপনার সঞ্চয়কে নিরাপদ রাখতে এবং নিয়মিত মুনাফা পেতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে ফিক্সড ডিপোজিট একটি উত্তম বিকল্প। বিনিয়োগের আগে স্থানীয় শাখায় গিয়ে বিস্তারিত জেনে নেওয়া এবং ট্যাক্স সম্পর্কিত দিকগুলো খেয়াল রাখা বাঞ্ছনীয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ