Thursday, July 17, 2025

হামলায় দিশেহারা হয়ে চিৎকার-দৌঁড়াদৌড়ি গাজায় অতর্কিত আক্রমণে ৪০ ইসরাইলি সেনা হতাহত

আরও পড়ুন

ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সামরিক শাখা সারায়া আল-কুদস প্রতিরোধ গোষ্ঠীর একজন সিনিয়র কমান্ডার ঘোষণা করেছেন, পূর্ব গাজায় একটি সমন্বিত প্রতিরোধ অভিযানে প্রায় ৪০ জন ইসরায়েলি দখলদার সেনা নিহত বা আহত হয়েছে।

শুজাইয়া অভিযানের তত্ত্বাবধানকারী কমান্ডার জানিয়েছেন, প্রতিরোধ যোদ্ধারা শুজাইয়ার পূর্বে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে নির্খুঁত প্রস্তুত নিয়ে অতর্কিত হামলা পরিচালনা করেছে।

তিনি জানান, অতর্কিত হামলায় শত্রু বাহিনী প্রতিক্রিয়া জানানো বা কৌশল অবলম্বন করার ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। তারা বিশৃঙ্খলভাবে দৌঁড়াদৌড়ি শুরু করে এবং যোদ্ধাদের প্রতি পাল্টাগুলি না চালিয়ে চিৎকার করে পালাতে থাকে।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখলে মাসিক মুনাফা কত? জেনে নিন

কমান্ডার জানিয়েছেন, প্রতিরোধ বাহিনী ঘটনাস্থলে ইসরায়েলি কর্মকর্তা এবং সৈন্যদের পোড়া দেহাবশেষ পর্যবেক্ষণ করেছে। তিনি জোর দিয়েই বলেন, দখলদার সরকার যথারীতি মিথ্যা বয়ান তৈরি করছে এবং তাদের প্রকৃত ক্ষতি গোপন করছে।

তিনি নিশ্চিত করেন, অভিযানে ইহুদিবাদী সরকারের প্রায় ৪০ জন সৈন্য এবং কর্মকর্তা হতাহত হয়েছেন। ‘আল্লাহর করুণায় (তারা) হয় নিহত বা আহত হয়েছে,’ যোগ করেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ