Thursday, July 17, 2025

মধ্যরাতে এনসিপি নেত্রী তাসনিম জারার ফেসবুক পোস্ট ভাইরাল, অতঃপর যা জানা গেল

আরও পড়ুন

গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তাসনিম জারা লেখেন, মধুমতির কোল ঘেঁষে গোপালগঞ্জ। গোপালগঞ্জ সারা বাংলাদেশের। যেভাবে জেলাগুলোকে পূর্বে দলীয়করণ করা হয়েছে—বগুড়া, কুমিল্লা জেলাগুলোকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, সেই সংস্কৃতিতে আমরা আর ফেরত যাবো না।

আরও পড়ুনঃ  নি'ষিদ্ধ ছাত্রলীগের নেতা রাব্বানি গ্রেফতার

তিনি লেখেন, অনেকে আমাদের ’৭১ বিরোধী বলে দেখাতে চান। কিন্তু ’৭১ আমাদের, ’২৪ আমাদের। ’৪৭, ’৭১, ’২৪-এ এই জনপদের মানুষ অন্যায়ের বিরুদ্ধ লড়াই করেছে। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে।

এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব লেখেন, কোনো ব্যক্তি বা পরিবার আর বাংলাদেশকে কিনে নিতে পারবে না। কোনো একক ব্যক্তি বা পরিবারের স্বার্থে বাংলাদেশ বিক্রি হবে না। বাংলাদেশ হবে সবার। যারা দেশের সংস্কারে বাধা দেবেন, জনগণ তাদের মনে রাখবে।

আরও পড়ুনঃ  আমরা বেশিক্ষণ প্রতিরোধ করতে পারব না

তিনি আরও লেখেন, আমাদের পদযাত্রা গোপালগঞ্জকে বাদ দিয়ে নয়। গোপালগঞ্জের সন্তানরা যাতে বৈষম্যের স্বীকার না হয়, সেজন্য আমাদের লড়াই। গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব। পথটা লম্বা। চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, ইতিহাস বদলায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ