জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেছেন, আমরা বেশিক্ষণ হয়তো প্রতিরোধ করতে পারব না। আজ বুধবার (১৬ জুলাই) বেলা ৪টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে সিফাত লেখেন, ‘আমরা বেশিক্ষণ প্রতিরোধ বজায় রাখতে হয়তো পারব না। ওদের হাতে গুলি ও ককটেল; আমাদের হাতে কেবল লাঠি। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমাদের কোনো আস্থা নাই।
জনতাই বৈধতা। আপনারা জেলাগুলোর হাইওয়ে ব্লক করুন। কোনো জেলায় কোনো আওয়ামী খুনি বের হতে চাইলে এবং ধৃষ্টতা দেখাতে চাইলে তাকে প্রতিহত করুন। আমরাই জিতবো, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, আজ বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি এনসিপি নেতা-কর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এর আগে বেলা পৌনে দুইটার দিকে ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে যায়। সে সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতা-কর্মীরাও দৌড়ে সরে যান। যারা হামলা চালান, তাঁরা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতা-কর্মীরা অভিযোগ করেছিলেন।