জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতি অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে আদেশ দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গত ১৮ জুলাইয়ের শেখ হাসিনার একটি ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই। এতেই জানানো হয়েছে এ নিয়ে বিস্তারিত তথ্য।
বিবিসি জানায়, শেখ হাসিনা একজন অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ যে, তিনি বিক্ষোভকারীদের গুলি করতে সরাসরি অনুমোদন দিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাই মাসে শুরু হওয়া ছাত্র-জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। শেখ হাসিনার নির্দেশের পর সামরিক বাহিনীর প্রাণঘাতি অস্ত্র নিরাপত্তা বাহিনীকে সরবরাহ করা হয়। আন্দোলনে ১৪০০’র বেশি মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে জাতিসংঘ।
এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রসিকিউটররা বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতারিবোধী অপরাধের মামলায় ফাঁস হওয়া অডিওটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করবে। গত মার্চে এই অডিওটি ফাঁস হয়।
আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, ‘বিবিসি যে টেপ রেকর্ডিংটির উল্লেখ করেছে, তা সত্য কিনা তা আমরা নিশ্চিত করতে পারছি না।’
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর পর তাঁর নামে অসংখ্যা মামলা হয়েছে, হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও।