Thursday, July 17, 2025

এইমাত্র পাওয়া: দফায় দফায় সং’ঘর্ষ ও মুখোমুখি অবস্থান, বিজিবি মোতায়েন

আরও পড়ুন

চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইলে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের এই মুখোমুখি অবস্থান ও সংঘর্ষ ঘটে।

আরও পড়ুনঃ  ‘এনসিপির বাচ্চা পোলাপান ডিসি-এসপির অফিসে পায়ের ওপর পা দিয়ে বসে থাকে’

এর আগে সকাল থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যদের একটি অংশ। পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিতসহ তিন দফা দাবিতে তারা এই কর্মসূচি শুরু করেন।

বেলা ১১টার কিছু পর যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ মৎস্য ভবন মোড়ে বাধা দেয়। বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা কাকরাইল মোড়ে গিয়ে অবস্থান নেন। সেখানে পুলিশ তাদের ১০ মিনিটের আল্টিমেটাম দেয় সরে যাওয়ার জন্য।

আরও পড়ুনঃ  হত্যার শিকার সোহাগের ঠোঁট কাঁপছিল, শেষ মুহূর্তে কী বলতে চেয়েছিলেন

তবে আন্দোলনকারীরা অবস্থান চালিয়ে গেলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০০৯ সালের ঘটনার পর তারা বিনা বিচারে চাকরিচ্যুত হন এবং দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। দাবি উপেক্ষিত হওয়ায় তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুনঃ  সংসদে গিয়ে ২০১৮ সালের নির্বাচনকে বৈধতা দিয়েছে বিএনপি: ফয়জুল করীম

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাকরাইল ও যমুনা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে আটককৃতদের নাম ও সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ