Monday, July 21, 2025

শ্রেণিকক্ষে গিয়ে দেখি কেউ বেঁচে নেই, টেবিল চেয়ার সব পোড়া’

আরও পড়ুন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন। এছাড়াও আহতদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সময় বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ৯২ জন নি’হ’ত শুধু রাজধানী উত্তরায়-ই

দুর্ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি ও আমার এক বন্ধু শ্রেণিকক্ষে গিয়ে দেখি- সেখানে কোনো শিক্ষার্থীই বেঁচে নেই। টেবিল চেয়ার সব পোড়া। একজনকে বের করেছি, দেখি তার সব পোড়া। একটি কক্ষের জানালা ভেঙে শিক্ষার্থী‌দের উদ্ধারের চেষ্টা করি। কিন্তু জানালা ভাঙতে পারিনি। পরে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে। ফায়ার সার্ভিস, হোস্টেলের আবাসিক স্টাফরা এসে ভেতরে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করেন।

জানা যায়, দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিমান বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়ে। অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে, কেউ কেউ আশেপাশের রুম থেকে দৌড়ে মাঠে ছুটে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিভাবক-স্বজনরা ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে। কলেজের প্রবেশপথে ও আশপাশে উদ্বিগ্ন অভিভাবকদের দীর্ঘ সারি তৈরি হয়।

আরও পড়ুনঃ  একটি দল এক সময় পাকিস্তানপন্থিদের পুনর্বাসিত করেছে, এখন মুজিববাদীদের পুনর্বাসন করতে চায়: নাহিদ

ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভিড় করতে দেখা গেছে। ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় তিনি প্রাণ হারান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ