Monday, July 21, 2025

অবশেষে শিক্ষকদের বদলি আবেদন শুরু, চলবে যতদিন

আরও পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্ত উপজেলা, জেলা ও বিভাগে বদলির অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ রবিবার থেকে এই আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডা. ফাহিম ইকবাল জাগীরদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, যেসব সহকারী শিক্ষক স্বামী-স্ত্রী স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদের বিপরীতে অনলাইন বদলি কার্যক্রম চালুর অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।

আরও পড়ুনঃ  যারা খারিজ নামজারি করেনি তাদের জন্য সরকারের জরুরী নির্দেশনা

আবেদন স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাই শেষে আগস্ট মাসের শেষ সপ্তাহে অনুমোদন সম্পন্ন করা হবে। চিঠিতে বদলির ব্যাপারে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো :

১. শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
২. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১০ অক্টোবর জারিকৃত সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ন করবেন।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: আজ ঢাকার অবস্থা খুব খা*রাপ!

৩. যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ করার পর পরবর্তীতে তা পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না।

৪. সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো বর্ণিত বদলি কার্যক্রমের আওতাবহির্ভূত থাকবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ