Thursday, July 17, 2025

স্লোগান দিতে দিতে মারা গেলেন মহিলা দলের নেত্রী

আরও পড়ুন

বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্লোগান দিতে দিতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামের মহিলা দলের এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুর দুইটার দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুল নুর এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ‘৭৯ পেলেও কাউকে ৮০ দেওয়া হয়নি’

জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর সোমবার কারামুক্ত হয়ে হাজারো নেতাকর্মী নিয়ে এলাকায় ফেরেন দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাকে বরণ করতে শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। সে অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে স্লোগান দিতে দিতে উপস্থিত হয়েছিলেন মহিলা দলের কর্মীসহ কয়েক শ নারী। স্লোগানের একপর্যায়ে হঠাৎ আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ*ত্যাগ

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, (স্ট্রোক করে মহিলা দলের ওই নেত্রী মারা গেছেন বলে জানতে পেরেছি। পরিবার তার মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ