Thursday, July 17, 2025

পথসভায় জনসমুদ্র দেখে সারজিস-জারার উচ্ছ্বাস

আরও পড়ুন

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা সম্প্রতি সারা দেশে সভা-সমাবেশ শুরু করেছেন। জেলায় জেলায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। জনগণের প্রত্যাশার কথাও মনোযোগ দিয়ে শুনছেন তারা।

এসব সভা-সমাবেশে জনগণের উপস্থিতি দেখে এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শনিবার নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এ উচ্ছাস প্রকাশ করেন তারা।

আরও পড়ুনঃ  হত্যার শিকার সোহাগের ঠোঁট কাঁপছিল, শেষ মুহূর্তে কী বলতে চেয়েছিলেন

পোস্টে সারজিস আলম বলেন—এ যেন ভালোবাসার জনসমুদ্র, অভ্যুত্থানের স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষা, জয়পুরহাট আজ আমাদের অনেক বেশি ঋণী করল। আপনাদের স্বপ্নগুলোর সাথে আপোস না করার কমিটমেন্ট দিয়ে গেলাম।

এদিকে ডা. তাসনিম জারা বলেন—আশা সংক্রামক। দ্রুত এক থেকে অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে। মানুষ নতুন বাংলাদেশের আশা দেখছে। প্রতিদিন ভিড় বাড়ছেই। পথটা লম্বা, চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, তখন ইতিহাস বদলায়।

আরও পড়ুনঃ  শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইয়ের শিরশ্ছেদ করলেন শ্বশুর

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই মোতাবেক মঙ্গলবার (১ জুলাই) থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে এ কর্মসূচি শুরু করে। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচির যাত্রা শুরু করে এনসিপি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ