Thursday, July 17, 2025

বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ফেরত আওয়ামী লীগ নেতা গ্রে ফ তা র

আরও পড়ুন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।

তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তার নামে নাগরপুর থানায় মামলা হয়। দীর্ঘদিন গ্রেফতার এড়াতে যুক্তরাষ্ট্র আত্মগোপনে চলে যান। যুক্তরাষ্ট্র থেকে সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে নাগরপুর থানায় খবর দেওয়া হয়। নাগরপুর থানা পুলিশ তারেক শামস হিমুকে পাঁচদিনে রিমান্ড চেয়ে আদালতে পাঠান।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছাদে নিয়ে চবি ছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা

সর্বশেষ সংবাদ