Thursday, July 17, 2025

গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ*ত্যাগ

আরও পড়ুন

ব্যক্তিগত কারণ দেখিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান পদত্যাগ করেছেন। তারা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল ‘জুলাই আন্দোলন’-এর আদর্শ থেকে বিচ্যুত হওয়াকে কারণও উল্লেখ্য করেছেন।

আজ শনিবার (১২ জুলাই) সকাল ভোরে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁরা দল থেকে পদত্যাগ করে নিজেদেরকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে ঘোষণা করেন।

ফেসবুক পোস্টে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান ও সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান লেখেন, ‘আমি স্বেচ্ছায়, সজ্ঞানে এবং ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে নিজেকে অরাজনৈতিক মানুষে পরিণত করলাম। ব্যক্তিগতভাবে যে আদর্শ আমি ধারণ করতাম, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে সেই আদর্শের সঙ্গে বর্তমান পরিস্থিতি সাংঘর্ষিক।’

আরও পড়ুনঃ  ভেসে উঠল সাগরে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর ম*রদেহ

পোস্টে তারা আরো লেখেন, ‘দেশের পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সেই আদর্শ কতটা সফল হবে, তাও প্রশ্নবিদ্ধ। যে আদর্শ নিয়ে ‘জুলাই বিপ্লব’ হয়েছিল, সেই শহীদদের রক্তের সঙ্গে কোনো গাদ্দারি আমি মেনে নিতে পারি না, সম্ভবও নয়। দেশের জন্য কাজ করতে কোনো দলীয় পদবির প্রয়োজন নেই দেশকে যে ভালোবাসে, সেই-ই প্রকৃত সন্তান। দেশের প্রয়োজনে সদা প্রস্তুত। সাধারণ জনতার কাতার থেকেই দেশের মঙ্গল কামনা করি। প্রত্যাশা করি, পরবর্তীতে দেশের শাসনব্যবস্থা যাদের হাতেই উঠুক, তারা যেন নিজেদের দেশের শাসক নয়, সেবক মনে করে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ