Friday, July 18, 2025

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু শুক্রবার, যেভাবে করবেন আবেদন

আরও পড়ুন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার (১০ জুলাই)। তবে প্রকাশিত ফল ‍নিয়ে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে সে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে।

এই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার (১১ জুলাই) থেকে। এ প্রক্রিয়া চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

আবেদন যেভাবে করতে হবে—

শুধু টেলিটক সিম ব্যবহার করে তার মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি লাগবে ১৫০ টাকা।

আরও পড়ুনঃ  ‘৭৯ পেলেও কাউকে ৮০ দেওয়া হয়নি’

আরও পড়ুনঃ যার সহযোগিতায় ফুটফুটে ময়নাকে হ’ত্যা করা হয়েছিল, বেরিয়ে এলো ভয়ংকর সব তথ্য

পুনর্নিরীক্ষণের আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন ১০১,১০২।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  ভারতের পশ্চিমবঙ্গ থেকে আওয়ামী লীগ নেতা গ্রে*প্তার

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ