Friday, July 18, 2025

‘৭৯ পেলেও কাউকে ৮০ দেওয়া হয়নি’

আরও পড়ুন

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কোনো বাড়তি নম্বর, কোনো ‘গ্রেস মার্কস’ দেওয়া হয়নি। কেউ যদি ৭৯ পেয়ে থাকেন, তবে সেই শিক্ষার্থীকে ৮০ দেওয়া হয়নি। যে যা অর্জন করেছে, ফলাফলেও তা-ই প্রতিফলিত হয়েছে। পুরো ফলপ্রক্রিয়ায় অনুসরণ করা হয়েছে ‘শূন্য উদারনীতি’।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে, সে অনুযায়ী নম্বর পেয়েছে। কোনো নির্দিষ্ট নম্বরের ঘরে পৌঁছানোর জন্য বাড়তি নম্বর দিয়ে গ্রেড উন্নত করা হয়নি। ৭৯ নম্বর পাওয়া কেউ ৮০ পায়নি, এটা এবার হয়নি।’

আরও পড়ুনঃ  পুরুষের ১ফোটা বীর্জ তৈরি হতে কত দিন সময় লাগে.? আপনি জানলে অবাক হবেন

তিনি বলেন, ‘আমরা যে ফল প্রকাশ করেছি, সেটিই প্রকৃত ফল। উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের পর যেটি এসেছে, সেটিই দেওয়া হয়েছে। কোনো অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্ক দেওয়া হয়নি। এবারের ফল প্রস্তুতিতে পরীক্ষকদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল, শিক্ষার্থীর খাতায় যা আছে, নম্বর শুধু সেটুকুই দিতে হবে। কোনো অতিরিক্ত নম্বর বা নম্বর বাড়িয়ে ভালো গ্রেড দেওয়ার সুযোগ ছিল না।

ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘বিগত বছরগুলোতে কীভাবে ফলাফল তৈরি করা হতো তা নিয়ে আমরা মন্তব্য করব না। তবে এবারের ফলে কোনো ধরনের চাপ ছিল না। আমাদের স্পষ্ট নির্দেশনা ছিল, প্রকৃত নম্বরই প্রকাশ করতে হবে। আমরা সেটাই করেছি।’

আরও পড়ুনঃ  ‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সার্জিসের গাড়ি’

ফলাফল নিয়ে যদি কেউ ক্ষুব্ধ হন বা সন্দেহ প্রকাশ করেন তাদের উদ্দেশে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘এই ফলে কোনো সংশয় থাকার কথা নয়। এটি খাঁটি ফলাফল।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ