খুলনার কয়রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৬) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের ঝিলিয়াঘাটা বাজার সংলগ্ন ধানক্ষেতে ইঁদুর মারার উদ্দেশ্যে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতা হয়েছিল। সেখানে অসাবধানবশত স্পর্শ লাগায় আব্দুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছু কৃষক ধানক্ষেতে নিয়মিত এভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে ইঁদুর নিধনের চেষ্টা করেন, যা মারাত্মক বিপজ্জনক ও বেআইনি।
এমন দুর্ঘটনা রোধে প্রশাসন ও সচেতন মহল অবৈধ সংযোগ বন্ধের আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদক: আনারুল ইসলাম, কয়রা প্রতিনিধি
আপনার মতামত লিখুনঃ