Wednesday, July 23, 2025

‘বিষন্ন মন’ নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন মির্জা গালিব

আরও পড়ুন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে শোকে বিহ্বল গোটা দেশ। সোমবার দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে, যাদের মধ্যে ২৫ জনই শিশু।

এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেড়শ’র বেশি আহত। মর্মান্তিক এই ঘটনা সারাদেশে শোকের মাতম সৃষ্টি করেছে। অনেকেই কোমলমতি এই শিশুদের এমন মৃত্যুতে ট্রমাটাইজড হয়ে গেছেন। তাদেরই একজন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

আরও পড়ুনঃ  ঢাকাসহ সারাদেশের জন্য আসছে বড় দুঃসংবাদ

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এয়ারপোর্টে আসলাম। ঘন্টাখানেক পরে আমার ফ্লাইট। প্রায় এক মাসের সফর শেষে এখন ফেরার পালা। যাওয়ার সময় এমনিতেই মন খারাপ থাকে, আর তার সাথে মাইলস্টোনের দুর্ঘটনায় মনটা অত্যন্ত বিষন্ন হয়ে আছে।’

ড. মির্জা গালিবের এই আবেগঘন প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সংহতি প্রকাশ করেছেন।

এর আগে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি ১৬৫ জন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানা যায় কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০। ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১। ঢাকা সিএমএইচে আহত ২৮, নিহত ১৬। উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২। উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন, নিহত নেই।

আরও পড়ুনঃ  ২০০ টাকায় ১০ মিনিট আর ৫০০ টাকায় যতক্ষণ খুশি

এ ছাড়াও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত একজন, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আহত দুজন, নিহত ১ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত তিনজন এবং সেখানে কোনো নিহত নেই।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ