দেশের অন্যতম ইসলামী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরের শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে দোয়ার আয়োজন করা হচ্ছে।
বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে জামায়াত নেতৃবৃন্দ আমীর সাহেবের সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য শুভাকাঙ্ক্ষী দোয়ার আহ্বান জানাচ্ছেন।
এক বিবৃতিতে এক দলীয় নেতা বলেন,
“আমাদের প্রিয় আমীর সাহেব ইসলাম, দেশ ও জাতির স্বার্থে আমৃত্যু কাজ করে যাচ্ছেন। তাঁর সুস্থতা ও দীর্ঘ হায়াত যেন আল্লাহতায়ালা কবুল করেন, আমরা সেই দোয়াই করছি।”
এদিকে সাধারণ মানুষসহ ইসলামী অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও তাঁর দ্রুত সুস্থতার কামনায় একাত্মতা প্রকাশ করেছেন।
ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় আমীর সাহেবকে দ্রুত আরোগ্য দান করবেন এবং ইসলাম ও দেশের খেদমতে আরও সময় দান করবেন বলে আমরা আশাবাদী।