Thursday, July 17, 2025

গর*ম পানির সঙ্গে মরিচ মিশিয়ে ঝ*লসে দেওয়া হয়েছিল দুই নারীর শরীর, গ্রেপ্তার ৬

আরও পড়ুন

নাটোরে গরম পানির সঙ্গে মরিচ গুঁড়া মিশিয়ে দুই নারীর শরীর ঝলসে দেওয়া হয়। নির্যাতন এখানেই থেমে থাকেনি, দেশি অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় মামলার পর ছয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

রবিবার (১৩ জুলাই) দুপুর দুইটার দিকে সদর উপজেলার মোহনপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র ও সেনাবাহিনী তথ্যমতে, গত ২৬ জুন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পূর্বশত্রুতার জেরে হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে গরম পানির সঙ্গে মরিচ গুঁড়ার মিশ্রণে শরীর ঝলসে দেওয়া হয়। নির্যাতন এখানেই থেমে থাকেনি, দেশি অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। ঘটনার পর সেনাবাহিনীর গোয়েন্দা পর্যবেক্ষণে অভিযুক্তদের গতিবিধি নজরদারিতে রাখা হয় এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  প্রতিদিন যে মশলাটি খেলে হার্টে ব্লক হয়ে যাওয়া ধমনি খুলতে পারে—বলছে গবেষণা!

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের তৌহিদুল উদ্দিনের ছেলে সুলতান ডাকাত, তার স্ত্রী মোছা. আয়মনা ও ছেলে মো. লালচান এবং মোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সাইফুল ইসলাম ও তার স্ত্রী মোছা. শীলা এবং পণ্ডিত গ্রামের রতন আলীর স্ত্রী মোছা. শাকিদা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

আরও পড়ুনঃ  কোটার বিরুদ্ধে আন্দোলন করে আবার কোটা চালু কি বাটপারি নয়, প্রশ্ন ঢাবি অধ্যাপকের

নাটোর জেলার পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সেনাবাহিনীর সফল অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ