Thursday, July 17, 2025

শুধু নির্বাচন করতে চাইলে ড. ইউনূসকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে: হাসনাত

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায়, তাহলে ড. মুহাম্মদ ইউনূসের যত অর্জন রয়েছে, সবগুলো মলিন হয়ে যাবে। আবার ইতিহাসের কাঠগড়ায় উনাকে দাঁড়াতে হবে।’

আজ শুক্রবার দুপুরে যশোর শহরের হোটেল ওরিয়নে জুলাই আন্দোলনে আহত-নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, সংস্কারসহ সবকিছুই করতে হবে অন্তর্বর্তী সরকারকে।

আরও পড়ুনঃ  ঢাকাসহ সারাদেশের জন্য আসছে বড় দুঃসংবাদ

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদেরকে প্যাকেজ আকারে সবগুলো দিতে হবে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হচ্ছে। আমাদের ট্যাগ দেওয়া হচ্ছে যে, আমরা নাকি নির্বাচনবিরোধী। আমরা কিন্তু নির্বাচনবিরোধী না। আমাদের সবগুলোই লাগবে।’

এনসিপির এই নেতা বলেন, ‘কেউ বলতেছে আমাদের এটা চাই ওটা চাই না, ওটা চাই সেটা চায় না। আমার সবগুলা চাই। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই।’

আরও পড়ুনঃ  জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য দরজা খোলা : সালাহউদ্দিন

হাসনাত বলেন, ‘এই কমিশনের একটা কাজ আমাদের অবাক করেছে। মিটিংয়ের আগে সিদ্ধান্ত হয়, নাকি মিটিং করে সিদ্ধান্ত হয়? আমরা দেখলাম, তারা একটা সিদ্ধান্ত নিয়ে এরপর তা জানাইছে। জানানোর পর মিটিং করেছে। দেখা যাচ্ছে যে, তারা নির্বাচনের আগেই ফলাফল নির্ধারণ করবে। নির্ধারণ করে নির্বাচন করবে, তারপর মানুষকে জানাবে।’

আবারও একটি সাজানো ছক দেখা যাচ্ছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘আবার একটা সাজানো পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি। আগের মতোই সব মিলে যাচ্ছে। আবার একটা ফ্যাসিজমকে পুনর্বাসন করার কৌশলগুলো কিন্তু মিলতেছে।’

আরও পড়ুনঃ  ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক

আজ বেলা ৩টায় যশোর ঈদগাহ ময়দানে পথসভা শেষে খুলনার উদ্দেশ্যে রওয়ানা দেবে এনসিপি নেতারা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ