Thursday, July 17, 2025

স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু! আপনার কার্ড এসেছে কিনা জেনে নিন ঘরে বসেই

আরও পড়ুন

২০২৫ সাল থেকে দেশের বিভিন্ন উপজেলার নাগরিকদের মধ্যে আবারও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছর ধাপে ধাপে এই কার্যক্রম চলবে, যেখানে অগ্রাধিকার পাচ্ছেন ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকরা।
কিভাবে জানবেন আপনার স্মার্ট কার্ড প্রস্তুত কি না?
আপনার স্মার্ট এনআইডি প্রস্তুত হয়েছে কিনা তা জানতে পারবেন খুব সহজেই অনলাইনে। এজন্য ব্রাউজারে গিয়ে www.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Smart Card Status Check’ অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ  আবারও টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ঝড় হতে পারে যেসব জেলায়

এরপর বর্তমান এনআইডি নম্বর, জন্মতারিখ এবং প্রদর্শিত ক্যাপচা কোড দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।

যদি “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি” দেখায়, তবে বুঝতে হবে আপনার কার্ড এখনো তৈরি হয়নি।

আর যদি “Completed” দেখায় এবং একটি বক্স আইডি নম্বর আসে, তাহলে বুঝবেন আপনার স্মার্ট এনআইডি প্রস্তুত।

কোথা থেকে ও কিভাবে সংগ্রহ করবেন?
আপনার স্মার্ট এনআইডি প্রস্তুত থাকলে, দুইভাবে তা সংগ্রহ করতে পারবেন:

আরও পড়ুনঃ  যেদিন শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান

নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে
স্থানীয় স্কুল, মাদ্রাসা বা উন্মুক্ত কোনো নির্দিষ্ট কেন্দ্রে ইসি নির্ধারিত তারিখে স্মার্ট কার্ড বিতরণ করবে। সেখানে গিয়ে এনআইডি বা ডেলিভারি স্লিপ দেখিয়ে কার্ড সংগ্রহ করা যাবে।

উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি
ইচ্ছুক কেউ চাইলে নিজ উপজেলা নির্বাচন অফিসে গিয়েও কার্ড সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে এনআইডি বা ডেলিভারি স্লিপ সঙ্গে নিতে হবে।

স্মার্ট কার্ডের গুরুত্ব
স্মার্ট এনআইডি এখন শুধুমাত্র পরিচয়ের দলিল নয়— ব্যাংকিং, পাসপোর্ট, জমি রেজিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সেবায় এটি অপরিহার্য। তাই কার্ড প্রস্তুতের অবস্থা নিয়মিত জেনে সময়মতো সংগ্রহ করাই বুদ্ধিমানের কাজ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ