Thursday, July 17, 2025

আবেগঘন পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে সমন্বয়ক বললেন— ‘ব্যবহৃত হয়েছি’

আরও পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে পদ ছাড়লেন আন্দোলনের আলোচিত মুখ মুহাইমিন তাজিম। বৈষম্যবিরোধী এই আন্দোলনের সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর রোববার (৬ জুলাই) নিজের ফেসবুক স্ট্যাটাসে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।

সেখানে তিনি স্বীকার করেছেন—রাজনীতির পথে কিছু ভুল করেছেন, কিছু সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ, আবার কিছু নীরবতা জন্ম দিয়েছে ভুল-বোঝাবুঝির। তার এ ঘোষণার পর ফেনীসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক।

দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রিয় ফেনীবাসী, জুলাই গণঅভ্যুথ্যান ছিল ফেনীসহ পুরো দেশের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত, নির্বিকার অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদের অগ্নিশিখা। এই আন্দোলনের সমন্বয়ক হিসেবে আপনাদের সঙ্গে এক কণ্ঠে, এক হৃদয়ে পথ চলতে পেরে আমি গর্বিত। গতবছর এই দিনে (৬ জুলাই) আমাদের আন্দোলনের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।’

‘আমাদের আন্দোলনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি বিজয় ছিল আপনাদের শক্তি ও সমর্থনের ফল। আমি কৃতজ্ঞ সেই অসংখ্য সহযোদ্ধা, যুবক, বৃদ্ধ, নারী ও তরুণদের প্রতি, যারা কখনো ক্লান্ত হননি, কখনো পিছিয়ে যাননি। যারা ভয়কে জয় করে রাস্তায় নেমেছেন, যারা অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন, যাদের আত্মত্যাগে এই অভ্যুত্থান একটি গণজাগরণে পরিণত হয়েছে।’

আরও পড়ুনঃ  বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

তিনি লিখেন, ‘যদিও এই পদ থেকে আন্দোলনের পরপরই সরে যেতে চেয়েছিলাম কিন্তু ক্ষমতার অপব্যবহার রুখতে, জুলাইয়ের স্পিরিট ছড়িয়ে দিতে এবং সংস্কার কার্যক্রমে সক্রিয় থাকতে ও বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে নিজের অবস্থান হতে সহযোগিতা করার জন্য এই পথচলা এতদূর। আন্দোলনের সমন্বয়ক থেকেও আন্দোলন পরবর্তী সমন্বয়কের পথচলা কঠিন ছিল। এই পথচলায় অনেক সিনিয়র ভাইয়েরা, জুনিয়র ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, অনেক রাজনৈতিক দলের নেতাসহ অনেকেই আমাকে সাদরে গ্রহণ করেছেন, পরামর্শ দিয়েছেন, সম্মান দিয়েছেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ স্রষ্টার নিকট।’

‘এই মাঠে বিচরণ নিয়ে আমি ধারাবাহিকভাবে লিখবো। নিজের ভুল-সঠিক সবগুলো কাজকে সামনে তুলে ধরবো, উঠে আসা তরুণ নেতৃত্বের পথের দিশারী হবে বলে আশা করি। এ মাঠে এসে আমি বহুবার ব্যবহৃত হয়েছি নিজের অজান্তে এবং অনভিজ্ঞতার কারণে। এ ময়দানে এসে বুজেছি কেউ সাধু নয় কেউ ধোয়া তুলসী পাতা নয় সেটা ইমাম, শিক্ষক, প্রশাসনের হর্তাকর্তা কিংবা জনদরদি নেতা। জনগণের চাহিদার ভিত্তিতে সবাইকেই অবস্থান থেকে বিচ্যুত হতে হয়। এমনকি নিজের সহযোদ্ধাদের টগবগে রক্তেও ক্ষমতা, অহংকার এবং অর্থের মোহ মিশে যেতে দেখেছি। অনেকে আদর্শে ফিরে এসেছে তাদেরকে সাধুবাদ এবং শুভকামনা জানাই। ছবির রাজনীতি এবং গলাবাজির রাজনীতি থেকে চুপ থেকে রিজার্ভ থাকার রাজনীতিকেই অনেক সময় বেছে নিতে হয়েছে।’

আরও পড়ুনঃ  একাদশে ভর্তি: যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যু*ত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযো*দ্ধা কোটা

‘আমার রাজনৈতিক যাত্রায় আমি কিছু ভুল করেছি-কখনো সিদ্ধান্তে, কখনো অবস্থানে, কখনো হয়ত নীরব থাকার মাধ্যমে। কিছু ভুল হয়েছে বুঝে, কিছু অজান্তে। সেইসব ভুলের কারণে কেউ আঘাত পেয়ে থাকলে, কারও বিশ্বাসে ফাটল ধরলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শেখা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে, আরও দায়িত্বশীল ও জনমুখী অবস্থানে আমি নিজেকে প্রস্তুত করবো। রাজনীতি একটি চলমান শিক্ষা, একটি দায়িত্বশীল যাত্রা, যেখানে প্রত্যেক সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ জনস্বার্থে হওয়া উচিত। কিন্তু মানুষ মাত্রেই ভুল হয়, আমিও তার বাইরে নই। অসাধারণ থেকে সাধারণ, সন্তোষজনক, আদর্শিক জীবনেই স্বাচ্ছন্দ্যবোধ করি।’

‘আমার বিশ্বাস, জুলাই গণঅভ্যুত্থান এখন আর কোনো একজনের নেতৃত্বে নয়, এটি এখন প্রতিটি মানুষের আন্দোলন, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটি প্রতীক। আমার বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং নতুন যাত্রার সূচনা। বরাবরের মতোই আপনাদের পাশে থাকবো, আপনাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবো, শুধু ভিন্ন অবস্থান থেকে। আমি থাকবো আপনাদের মধ্যেই, শুধু পদে নয়, বিশ্বাসে। আবার দেখা হবে সময়ের দাবি নিয়ে, জনগণের পক্ষে। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি, গাজী সহযোদ্ধা ভাইদের প্রতি রইলো সালাম।’

আরও পড়ুনঃ  দেশবাসী প্রস্তুত থাকুন, গোপালগঞ্জ ইস্যুতে সাদিক কায়েম

মুহাইমিন তাজিমের পোস্ট মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলে। শুধু ফেনী নয় সারাদেশে এই খবর ছড়িয়ে যায়।

ফেসবুকে মো. নুর নামের এককজন লেখেন, তিনি সরে গিয়ে ভালো করেছেন, নিজের ভবিষ্যৎ ভালোর জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

সাদ্দাম হোসেন ফরহাদ নামের একজন লেখেন, টাকা-পয়সা, সম্পদ বানানো শেষ তাই এখন পদত্যাগ। মাহবুব এনামুল নামের আরেকজন লেখেন, ইতিহাস তার আপন গতিতে চলে। এ ছাড়া সোয়েব এফ কে লেখেন, আশা করি ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। মো. নজরুল ইসলাম খন্দকার লেখেন, ভুল মানুষের হয়, তাই ভুল বুঝতে পেরে প্রতারণার মোহ ছেড়ে দিয়েছেন, ধন্যবাদ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ