বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেন, ১০ লাখ লোকের মিটিং (সোহরাওয়ার্দী উদ্যান) করতে ১০০ কোটি টাকা খরচ করেছে জামায়াত।
শনিবার (১৯ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের ইটনা কলেজ মাঠে উপজেলা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “বাপের বেটা হলে ভোটে আয়, ভোট কর।”
ফজলুর রহমান বলেন, “আমার নেতা তারেক রহমান একবার যদি আঙ্গুল ইশারা করে বলে, ‘আমি কিন্তু যারা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলবে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না।’ এর তিনদিন পরে জামায়াতের শফিকুর রহমান হাত জোড় করে বিএনপির পায়ে এসে পড়বে।”
এসময়য় তিনি স্লোগান দেন, “জামায়াত-শিবির রাজাকার, তখন নেতাকর্মীরা বলেন এই মুহুর্তে বাংলা ছাড়।” তিনি বলেন, এই যে স্লোগান দিতেছি, জামায়াতের কলিজার মধ্যে লাগতাছে
তিনি বলেন, “তারেক রহমান সম্পর্কে যারা বাজে কথা বলে তাদের জিব কেটে দিব । কেউ তারেক রহমানের বিরুদ্ধে, এমন কি আওয়ামী লীগও এত বিশ্রি স্লোগান দিতে সাহস পায়নি, যেগুলো জামায়াত শিবির দিছে। কাজেই আমি বলি জামায়াত সম্পর্কে সাবধান। রাজাকার-আলবদর সম্পর্কে সাবধান।”
এছাড়াও তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হওয়ার আহ্বান জানান তিনি।
ইটনা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. হাবিবুল হান্নানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহফুজুর রহমান মাহফুজের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী। সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস.এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন প্রমুখ।