ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ৪০ বছর বয়সী এক গৃহবধূ ১৭ বছর বয়সী এক কিশোরের সঙ্গে পালিয়ে গিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। নিখোঁজের ৯ দিন পরেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূ নাছিমা (ছদ্মনাম) তিন সন্তানের জননী। নাছিমার বড় মেয়ে বিবাহিত, মেঝো সন্তান মারা গেছে এবং ছোট ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে। স্বামী ও তিন সন্তান নিয়ে তাদের দীর্ঘ ২২ বছরের সংসার জীবনের পর হঠাৎ করেই এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নাছিমার সঙ্গে পালিয়ে যাওয়া মাসুমও (ছদ্মনাম) একই গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে তার নাতির মতো। ছোটবেলা থেকে নানাবাড়িতে বড় হলেও তার (মাসুম) স্থায়ী ঠিকানা বাবরাতেই। প্রতিবেশী হওয়ায় নিয়মিত যোগাযোগের মধ্য থেকেই তাদের সম্পর্ক গড়ে ওঠে, যা পরে ঘনিষ্ঠতায় রূপ নেয় বলে স্থানীয়দের দাবি।
নাছিমার স্বামী বলেন, ‘১১ জুলাই রাতে পাশের একটি পরিত্যক্ত ভবনে আমার স্ত্রী ও মাসুমকে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। তখন কাউকে কিছু না বলে চুপ থাকি। পরে সকালে দেখি তারা ঘর ছেড়ে পালিয়ে গেছে। ঘরে আমার ছোট ছেলে এখন না খেয়ে দিন কাটাচ্ছে। আমি এর ন্যায্য বিচার চাই।’
এদিকে কিশোর মাসুমের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো তার ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।