Monday, July 21, 2025

আজ বিনামূল্যে এক জিবি ডেটা পাবেন যেভাবে

আরও পড়ুন

জুলাই আন্দোলন স্মরণে ও জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনামূল্যে এক জিবি করে ডেটা পাবেন। এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, সরকার ঘোষিত ‘জুলাই স্মরণ সপ্তাহ’ এর অংশ হিসেবে দেশের মোবাইল গ্রাহকদের প্রতি একটি সম্মানসূচক উদ্যোগ হিসেবেই এই ফ্রি ডেটা অফার চালু করা হয়েছে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  তবে কী সরকারি ছুটি আগামী ১৬ জুলাই? যা জানা গেল

যেভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেটের সুবিধা

এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

এক্ষেত্রে- গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা *121*1807# ডায়াল করে, রবি গ্রাহকরা *4*1807#, বাংলালিংক গ্রাহকরা *121*1807 এবং টেলিটক গ্রাহকরা *111*1807# ডায়াল করে এই ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ