Thursday, July 17, 2025

যে জেলায় জিপিএ-৫ পেয়েছে একজন

আরও পড়ুন

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে পাসের হার ৬৮.০৯ শতাংশ। দেশে এসএসসি ও সমমান পরিক্ষার মোট পাসের হার ৬৮.৪৫। মাদ্রাসা বোর্ডে এবার জিপিএ ৫.০০ পেয়েছেন মোট ৯ হাজার ৬৬ জন। এদের মধ্যে মেহেরপুর জেলা থেকে জিপিএ ৫.০০ পেয়েছেন মাত্র একজন। অন্যদিকে সবয়েছে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা জেলা থেকে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

আরও পড়ুনঃ  সিনেমা বদলে দিল ক্লাসের চিত্র— থাকছে না ‘বেকবেঞ্চার’, সবাই এখন ‘ফার্স্ট বেঞ্চার’

মাদ্রাসা বোর্ডে মোট পরীক্ষার্থী ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন এর মধ্যে ছেলে ১ লাখ ৪৭ হাজার ২৫২ জন এবং মেয়ে ১ লাখ ৩৯ হাজার ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন। পাসকৃত ছেলে ৯৬ হাজার ৯৩৫ জন এবং মেয়ে ৯৮ হাজার ১৮০ জন। প্রত্যেকটি বাধ্যতামূলক ও নির্বাচিত বিষয়ে ন্যূনতম জিপিএ ১.০ অর্জন করেছে।

আরও পড়ুনঃ  সোহাগকে বাঁচাতে খু’নি’দে’র পায়ে পড়েন দুই কর্মচারী

এবারের জিপিএ ৫.০০ অর্জন করেছে মোট ৯ হাজার ৬৬ জন। এদের মধ্যে ৪ হাজার ৮৮৭ জন ছেলে এবং ৪,১৭৯ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ